

চলছে রমজান। চলছে ঈদের প্রস্তুতি। শপিং মলগুলোতে বাড়তে শুরু করছে ক্রেতার ভিড়। চাহিদার সাথে সামঞ্জস্য করতে বাড়ছে পণ্যের যোগান। রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও শপিং মলগুলো এখন লোকে লোকারণ্য। নগরীর অভিজাত শপিং মল বসুন্ধরা সিটি সেজেছে নতুন সাজে। বসুন্ধরা সিটির ছবিটি ক্যামেরায় ধারণ করেছেন খালেদুল কবির নয়ন।