
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বোমা হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র্যালি ও মানববন্ধন করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট এ কর্মসূচি পালন করে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মানববন্ধন করে তারা।
এতে সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করেন।
মানববন্ধন থেকে গাজায় নির্বিচারে মানুষ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কনিকা গোপ, সাবেক সভাপতি বাসুদেব রায় সহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘গাজায় যে অমানবিকভাবে গণহত্যা চালানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি’।
বক্তারা ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
পরে ‘রাবি আগ্রাসন বিরোধী তরুণ সমাজ’ এর ব্যানারে বেলা সাড়ে ১১টার দিকে আর একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেএস/সাকি