পিই রেশিও কমেছে ১ দশমিক ১৩ শতাংশ

PE Ratio logo
PE Ratio logo
পিই রেশিও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে ১ দশমিক ১৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে ১৫ দশমিক ৯৭ পয়েন্ট। যা আগের সপ্তাহে ছিল ১৬ দশমিক ১৫।

বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে পুঁজিবাজারে সব ধরনের শেয়ারের দর কমেছে। এর ফলে স্বাভাবিকভাবেই গড় পিই রেশিও কমেছে।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ২ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৬ দশমিক ২ পয়েন্টে, সিরামিক খাতের ২৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ২১ দশমিক ৭ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩৩ দশমিক ৫ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ দশমিক ১ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতের ১৭ দশমিক ৬ পয়েন্টে, পাট খাতের মাইনাস ৪পয়েন্ট, বিবিধ খাতের  ২৭ দশমিক ৮ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৬ দশমিক ১ পয়েন্টে, কাগজ খাতের ১১৯ দশমিক ৮ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক ৫ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ২২ দশমিক ১ পয়েন্ট, চামড়া খাতের ১৭ দশমিক ৪ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ২১ দশমিক ১ পয়েন্ট, বস্ত্র খাতের   ১০ দশমিক ৮ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৩০ দশমিক ৩ পয়েন্টে অবস্থান করছে।

এসএ/এসএম