রোববার শুরু আরএসআরএমের আইপিও আবেদন

  • mukto rani
  • July 11, 2014
  • Comments Off on রোববার শুরু আরএসআরএমের আইপিও আবেদন
আরএসআরএস, রতনপুর স্টিল, rsrm, ratanpur steel
আরএসআরএম (লগো)

আগামি রোববার শুরু হবে রতনপুর স্টিল রি-রোলিং মিল লিমিটেডের (আরএসআরএম) প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন। চলবে ১৭ জুলাই পর্যন্ত। তবে অনিবাসী বাংলাদেশীরা তাদের আবেদন পৌঁছনোর জন্য ২৬ জুলাই পর্যন্ত সময় পাবেন। তাদেরকেও আবেদনকৃত শেয়ারের মূল্যের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার ড্রাফট বা পে-অর্ডার ১৭ জুলাইয়ের মধ্যেই করতে হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৬ মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার আরএসআরএমের আইপিও অনুমোদন দেয়। আইপিওতে কোম্পানিটি আড়াই কোটি শেয়ার ছাড়বে। প্রতি শেয়ারে ৩০ টাকা প্রিমিয়ামসহ অফার প্রাইস হবে ৪০ টাকা। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।

উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি চলতি মূলধন অর্থায়ন, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচে ব্যয় করবে।

৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের হিসাব অনুসারে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা।  আর শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি হয়েছে ৫৩ টাকা ৬৯ পয়সা।

এই কোম্পানির ইস্যুয়ার হিসেবে কাজ করছে জনতা ক্যাপিটাল অ্যন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

অর্থসূচক/এমআরবি