মার্কিন গোয়েন্দাকে বহিষ্কার করল জার্মানি

  • syed baker
  • July 10, 2014
  • Comments Off on মার্কিন গোয়েন্দাকে বহিষ্কার করল জার্মানি
germany expells US agent
germany expells US agent
জার্মানিতে অবস্থিত মার্কিন দূতাবাস (ছবি- রয়টার্স)

গুপ্তচরবৃত্তির প্রতিক্রিয়ায় জার্মানিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রতিনিধিকে বহিষ্কার করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার এক খবরে বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন গুপ্তচর আটকের প্রেক্ষিতে জার্মান সরকার এই পদক্ষেপ নিয়েছে।

বহিষ্কৃত কর্মকর্তা বার্লিনে অবস্থিত মার্কিন দূতাবাসে সিআইএ’র যোগাযোগকারী হিসেবে কাজ করেন।

এক বিবৃতিতে জার্মান সরকারের জানিয়েছে, জার্মানিতে মার্কিন গোয়েন্দা সংস্থার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

গুপ্তচর আটকের ঘটনায় এর আগে ব্যাখা চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছিল জার্মান সরকার।

তবে আটক মার্কিন গোয়েন্দাকে ছেড়ে দেয়া হয়েছে। ৩১ বছর বয়সী এই গুপ্তচর জার্মান গোয়েন্দা সংস্থার হয়েও কাজ করতেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ’র গুপ্তচরবৃত্তি সম্পর্কে তদন্তকারী জার্মান পার্লামেন্টারি কমিটির সদস্যদের সম্পর্কে তথ্য পাচারের চেষ্টা চালানো অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দ্বৈত গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয় জার্মান সরকার।

যুক্তরাষ্ট্র গুপ্তচর নিয়োগের খবর অস্বীকার করেনি।

প্রসঙ্গত, গত বছর সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন কর্তৃক ফাঁসকৃত নথিপত্রে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ফোনে এনএসএ’র আড়িপাতার খবর প্রকাশিত হলে বিব্রতকর অবস্থায় পড়ে জার্মানি। এই ঘটনায় জবাব চেয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোন পর্যন্ত করেছিলেন মার্কেল।

পরবর্তীতে, এ ঘটনার তদন্তে পার্লামেন্টারি কমিটি গঠন করে জার্মানি।