

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সুরমা পাড়ের জনগণ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ নিবার্হী প্রকৌশলীর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, জুন মাসে সুরমা নদীতে ৮ দশমিক ২৫ মিটার পানি থাকা স্বাভাবিক। এর ওপরে গেলেই তা বিপদসীমা অতিক্রম করে। বুধবার সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ডের মিটারে দেখা যায়, সুরমা নদীতে ৮ দশমিক ৮২ মিটার পানি প্রবাহিত হচ্ছে। যা বিপদ সীমার ৫৭ সেন্টিমিটার ওপরে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী সাউদ আহমদ জানিয়েছেন, ৭২ ঘণ্টায় সুনামগঞ্জে গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৬৫ মিলিমিটার। কয়েকদিনের বৃষ্টিতে নদীর পানি বেড়ে গেছে।
তিনি আরও জানান, উজানের কুশিয়ারা নদীতেও পানি বাড়ছে। অমলসিদ এলাকা দিয়ে ওই পানি সুরমায় প্রবেশ করলে সুরমার পানি আরও বৃদ্ধি পাবে। তাতে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরো জানান, তবে বন্যার আশঙ্কা থাকায় প্রশাসনের সব বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সাকি/