

ঈদের আগেই বোনাসসহ চলতি মাস ও সব বকেয়া বেতন এক সাথে পরিশোধ করার দাবি জানিয়েছে ৬ টি নারী নেতৃত্বাধীন গার্মেন্টস শ্রমিক সংগঠন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী নেতৃত্বাধীন ৬ সংঠনের আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
তারা বলেন, বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের বেতন বেশ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। মালিকরা নানা অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন বন্ধ রেখেছে। ফলে শ্রমিকরা বকেয়া বেতন ও চলতি মাসসহ ঈদ বোনাস পাওয়া নিয়ে অনিশ্চিয়তায় পড়েছে।
মানববন্ধনে শ্রমিকদের বেতন ও বোনাস অন্তত ২০ রোজার মধ্যে প্রদান করার দাবি জানানো হয়। অন্তত মানবিক দিক বিবেচনা করে আগেই বেতনাদি প্রদানের দাবি জানান তারা।
এ সময় গার্মেন্টস কারখানার সকল শ্রমিকদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন এক সাথে দেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, সংশ্লিষ্ট কতৃপক্ষ সকল বকেয়া বেতন দিতে ব্যর্থ হলে শ্রমিকরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিমা আক্তার শিরিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংগ্রামী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি রাবেয়া সুলতানা রানী, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের কার্য নির্বাহী সদস্য তসলিমা আক্তারসহ অন্যরা।
এএসএ/