
‘ক্ষ্যাপাডোনা’ ম্যারাডোনা আবার ক্ষেপেছেন ফিফার ওপর। ক্রমাগত আক্রমণাত্মক মন্তব্যের জেরে ম্যারাডোনার বিশ্বকাপ প্রেস কার্ড বাতিল করেছে ফিফা। ম্যারাডোনার মুখ তবু চলছেই। ম্যারাডোনার অভিযোগ, ব্রাজিলে চৌষট্টি বছর পর বিশ্বকাপ হওয়ায় ফিফা স্বাগতিক দেশকে ফাইনালে তুলতে চাইছে!

এবার রেফারিং নিয়ে ফিফাকে একহাত নিলেন ম্যারাডোনা। পাশাপাশি ব্রাজিল দলকেও কথা শুনাতে ছাড়েননি।
ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে স্প্যানিশ রেফারি কার্লোস ভেলাস্কো কার্বালোর ভূমিকাকে তীব্র সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন, ওই রেফারিটা আর ফিফা তো দেখলাম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ফুটবলারদের লাথি মারার লাইসেন্স দিয়েছিল। ওই ম্যাচের পরিপ্রেক্ষিতে ফিফা একেবারে সঠিক রেফারিকেই সেদিন দায়িত্ব দিয়েছিল। কারণ টুর্নামেন্টের ফর্ম আর পারফরম্যান্সের ভিত্তিতে ব্রাজিলকে হারানোর সুযোগ ছিল কলম্বিয়ার ।
এই আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, জুলিও সিজার আর হাল্ককে সেদিন লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া উচিত ছিল। আর লুইজ তো সবসময় তক্কে তক্কে ছিল হামেস রদ্রিগেজকে লাথি মেরে-মেরে কী ভাবে মাঠ থেকে বের করে দেওয়া যায়।
ইউএম/