

জুন মাসে ওটিসি (ওভার দ্যা কাউন্টার) মার্কেটে মাত্র ৭ কোম্পানরি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৫ হাজার ৬৫০ টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৫১০ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, ওটিসি মার্কেটে ৬৬ টি কোম্পানির মধ্যে ৪১ টি কোম্পানির শেয়ার নিয়মিত লেনদেন হয়। এর মধ্যে ১০ টি কোম্পানির শেয়ার ডিমেট বা ইলেক্ট্রনিক প্রক্রিয়ায় লেনদেন হয়।
কোম্পানিগুলো হচ্ছে, এক্সেল সু, এপেক্স ওয়েভিং, মুন্নু ফেব্রিক্স, রহমান কেমিক্যাল, আলফা টোবাক্যে, তমিজউদ্দিন টেক্সটাইল, গচিহাটা একুয়াকালচার।
এর মধ্যে এক্সেল সু ২ হাজার ২৫০ টি শেয়ার ৫৬ হাজার ২৫০ টাকায় লেনদেন হয়। এপেক্স ওয়েভিংয়ের ৩০ হাজার শেয়ার ৩৯ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে। মুন্নু ফেব্রিক্সের ৭ হাজার ৫০০ শেয়ার ৩৬ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া, রহমান কেমিক্যালের ১ হাজার ১০০ শেয়ার ৩১ হাজার ২০০ টাকায়, আলফা টোব্যাকোর ১ হাজার শেয়ার ২০ হাজার টাকায়, তজিমউদ্দিন টেক্সটাইলের ২০০ শেয়ার ১০ হাজার ২৬০ টাকা, গচিহাটা একুয়াকালচার ১০০ শেয়ার ৩৫০০ টাকায় টাকায় লেনদেন হয়েছে।
ওটিসিতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এখনো ফেস ভ্যালুর নিচে রয়েছে।
বিনিয়োগকারীরা বলেন, ওটিসি মার্কেট চালু হওয়ার ৫ বছরের মধ্যে মাত্র ১০টি কোম্পানি ডিমেট প্রক্রিয়ায় লেনদেন হচ্ছে। তারপরেও এসব কোম্পানির শেয়ার লেনদেন করতে গেলে নানা ঝামেলা পোহাতে হয়। এর ফলে শেয়ারগুলোর সঠিক মূল্য পাওয়া যায় না।
অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি একাধিবার এই মার্কেটের উন্নয়নে নানা পদক্ষেপ নিলেও কোন সুফল পাচ্ছে না বিনিয়োগকারীরা।
অর্থসূচক/এসএ/এমআরবি/