

বিপদ ধেয়ে আসছে মানবজাতির জন্য। মাত্র ত্রিশ বছরের ব্যবধানে ২০৪৫ সালে পৃথিবী দখল করে নিবে স্বয়ংক্রিয় যন্ত্র।
সম্প্রতি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রেভ্যুলিউশন এর লেখক ডেল মন্টে এমনটিই দাবি করেছেন।
বিজনেস ইনসাইডারকে তিনি বলেন, বর্তমানে যান্ত্রিক বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় কোনো বাধা-ধরা নেই। এই অবস্থা চলতে থাকলে অল্প সময়ের ব্যবধানে এই যন্ত্রগুলো আলাদা স্বত্তা অর্জন করবে।
তিনি আশঙ্কা করছেন, খুব শিগগিরই এসব যন্ত্র মানুষকে হটিয়ে পৃথিবীর সেরা প্রজাতির জায়গা দখল করে নিবে।
এই জন্য ২০৪৫ সাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
তার দাবি, মানুষ এখন দিন দিন যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে উঠছে। তাই ভবিষ্যতে হয়ত অর্ধেক মানুষ ও অর্ধেক যন্ত্রের সমন্বয়ে গঠিত প্রজাতি সাইবর্গের হাতে বেদখল হয়ে যাবে পৃথিবী।