

দুইদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি রপ্তানি শুরু হয়েছে।
সোমবার বিকেল থেকে এ কার্যক্রম শুরু হয়।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, বৈঠকে ভারতীয় ট্রাক ড্রাইভার ইউনিয়ন বন্দরের ওয়্যার হাউজে পণ্য খালাস না করা, চালকদের মারধর বন্ধ করা সহ ৬ দফা দাবি তুলে ধরলে আগামি ১০ দিনের মধ্যে মেনে নেয়ার আশ্বাস দেয়। এই আশ্বাসের ভিত্তিতে তারা তাদের ধর্মঘট তুলে নিলে আমদানি রপ্তানি কর্যক্রম স্বাভাবিক হয়।
এ সময় বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ভারতীয় এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ জুলাই হিলি স্থলবন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে ট্রাক চাপায় ভারতীয় ট্রাকের হেলপার নিহতের ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিলো ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের মধ্যে। এর জের ধরে গত রোববার থেকে বাংলাদেশে রপ্তানি কৃত পণ্য পরিবহন বন্ধ রেখে ধর্মঘটের ডাক দেয় ভারতীয় ট্রাক চালকরা। ফলে হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানী-রপ্তানী বন্ধ হয়ে যায়।
এসআরএস/সাকি