বৃষ্টি হতে পারে

rain1
rain1
বৃষ্টি- ফাইল ছবি

সোমবার দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর জানান, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের হিমালয়ের উপাংশের মধ্য দিয়ে বাংলাদেশের উত্তরাংশ অতিক্রম করে আসামের দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে যা ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা হাতিয়ায় যা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ সিলেটে যা ৭৯মি:মি:।

আজ ঢাকায় সূর্যাস্ত ৬ টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫ টা ১৭ মিনিটে।

এএসএ/