ফার কেমিক্যালের লেনদেন পেছানোর ঘোষণা দিল সিএসই

  • mukto rani
  • July 7, 2014
  • Comments Off on ফার কেমিক্যালের লেনদেন পেছানোর ঘোষণা দিল সিএসই
Farr_Chemical_Logo
Farr_Chemical_Logo
ফার কেমিক্যাল লোগো

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ফার কেমিক্যালের লেনদেন পিছিয়ে ৮ জুলাই, মঙ্গলবার করার ঘোষণা দিয়েছে। আগের ঘোষণা অনুসারে আজ ৭ জুলাই, সোমবার লেনদেন শুরু হওয়ার কথা ছিল। সেই অনুসারে গতকাল সোমবার সিএসইর ওয়েবসাইটে এ বিষয়ে একটি সংবাদও প্রকাশ করা হয়।

কিন্তু ডিএসইর পক্ষ থেকে ৮ জুলাই লেনদেন চালু করার অনুরোধ জানানো হয় সিএসইকে। ডিএসইর অনুরোধ রাখতেই সিএসই ফার কেমিক্যালের লেনদেন পেছানোর সিদ্ধান্ত  নেয়।

সিএসইর আনুষ্ঠানিক ঘোষণার আগেই অর্থসূচক পাঠকদের জানিয়ে দেয়, মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে একযোগে ফার ক্যামিকেলের লেনদেন শুরু হবে। সিএসইর’র ওয়েবসাইটে সোমবার লেনদেন শুরু সংবাদ থাকায় অনেক পাঠক কিছুটা দ্বিধা ও বিভ্রান্তিতে পড়ে যান। আজ সিএসইর লেনদেন পেছানোর ঘোষণায় সে বিভ্রান্তি দূর হয়েছে। অর্থসূচকের সংবাদটিই যে সঠিক ও নির্ভরযোগ্য তা আবার প্রমাণ হয়েছে।

ফার কেমিক্যালের লেনদেনের বিষয়ে সোমবার অর্থসূচককে প্রকাশিত সংবাদটির লিংক: http://www.arthosuchak.com/archives/

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ফার কেমিক্যালের লেনদেন শুরু হওয়ার বিষয়ে আজ সোমবার সংবাদ পরিবেশন করা হয়েছে। সেই হিসেবে দুই স্টক এক্সচেঞ্জে একই সাথে আগামিকাল ফার কেমিক্যালের লেনদেন শুরু হবে। নতুন কোম্পানি হিসেবে ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন চালু হবে। এর জন্য ডিএসই ট্রেডিং কোড হবে- “FARCHEM” এবং ডিএসই কোম্পানি কোড হবে- 18490।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ‘এন’ ক্যাটাগরিতে চালু হবে এই কোম্পানির লেনদেন। সিএসইতে কোম্পানির স্ক্রিপ্ট আইডি হবে “13030 এবং স্ক্রিপ্ট কোড হবে FARCHEM

ফার কেমিক্যাল সিএসইতে তালিকাভুক্ত হয় ৩০ এপ্রিল, ২০১‌৪ তারিখে।

অর্থসূচকে প্রকাশিত  সোমবারের রিপোর্ট

মঙ্গলবার ফার কেমিক্যালের লেনদেন শুরু