ফতোয়া অবৈধ ঘোষণা ভারতে

indian supreme court
indian supreme court
ভারতের সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)

ব্যক্তির অধিকার খর্ব করে এমন ফতোয়াকে অবৈধ ঘোষণা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। পাশাপাশি শরীয়াহ আদালতের কোনো আইনী মর্যাদা নেই বলেও রায় দিয়েছেন বিচারক।

শরীয়াহ আদালতের বৈধতাকে চ্যালেঞ্জ করে বিশ্ব লোচন মদন নামে এক ব্যক্তির দায়ের করা আবেদনে সোমবার এই ঐতিহাসিক রায় দেয়া হয়েছে।

এক খবরে জি নিউজ জানিয়েছে, আদালত ব্যক্তির আবেদন ব্যতীত ভারতের বিখ্যাত শরীয়াহ আদালত দারুল খাজাকে কোনো আদেশ না দিতে নির্দেশনা দিয়েছেন।

আদালত আদেশে বলেছেন, নিরপরাধ ব্যক্তির ওপর শরীয়াহ আদালতের দণ্ড মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং কোনো ধর্মেই এই ধরনের আইনের অনুমোদন দেওয়া হয়নি।

তবে আদালত সামষ্টিক ক্ষেত্রে কিছু কিছু ফতোয়ার কার্যকারিতা প্রশংসনীয় বলে অভিমত দিয়েছেন।

প্রসঙ্গত, বিশ্ব লোচন মোহন ২০০৫ সালে ওই পিটিশন দাখিল করেন।

আবেদনে তিনি বলেন, শরীয়াহ আদালতগুলো মৌলিক অধিকার লঙ্ঘন করে ফতোয়া জারি করে থাকে। অধিকাংশ ক্ষেত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে এই আদালত প্রভাবশালী হওয়ার কারণে ভুক্তভোগীরা এর বিরোধিতার সুযোগ পায় না।