দেড় কোটি টাকার অবৈধ মালামাল জব্দ বিজিবির

  • Ayesha Siddika
  • July 7, 2014
  • Comments Off on দেড় কোটি টাকার অবৈধ মালামাল জব্দ বিজিবির
BGB-bg
BGB-bg
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-ফাইল ছবি

রাজশাহীতে গত দুই মাসে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ৩৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৭ ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার বিকেলে বিজিবি-৩৭ ব্যাটালিয়নের রাজশাহীর অতিরিক্তি পরিচালক এইচ কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এইচ কামরুল হাসান জানান, দুই মাসে বিজিবি-৩৭ ব্যাটালিয়ন ৬ হাজার ৭২২ বোতল ফেনসিডিল, এক কেজি ৬৫০ গ্রাম হেরোইনসহ ইয়াবা, মদ, ভারতীয় কীটনাশক, শাড়ি কাপড় ও কসমেটিকস্ সামগ্রীসহ অন্যান্য মালামাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা।

তিনি জানান, ২০০৮ সালের ২০ এপ্রিল ব্যাটালিয়নটি প্রতিষ্ঠার পর মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অনবদ্য ভূমিকা রাখছে।

আর বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উল-ইসলামের নেতৃত্বে এসব অপারেশন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।

রাজশাহী অঞ্চলে অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালান এবং নারী-শিশু পাচার রোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

এএসএ/