

ঠাকুরগাঁওয়ে ফরমালিন ও রাসায়নিক মুক্ত ফল, মাছ ও অন্যান্য খাবারের সরবরাহ নিশ্চিত করতে জেলার হাট-বাজার ও মার্কেটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিনের নেতৃত্বে শহরের কালিবাড়ি ও ঠাকুরগাঁও রোড এলাকার মাছের আড়ৎ, ফলের দোকান, হোটেল রেঁস্তোরাসহ বিভিন্ন ভোগ্য পণ্যের দোকানে অভিযান চালানো হয়। ছবিটি তুলেছেন সামিউল হাসান।