

লোকসভা নির্বাচনে পরাজয়ের জেরে পদত্যাগ করলেন বিহারের মূখ্যমন্ত্রী নীতিশ কুমার। শনিবার গর্ভনরের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জনতা দলের(সংযুক্ত) নেতা নীতিশ কুমার এই নিয়ে তিনবার বিহারের মূখ্যমন্ত্রী দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন। বিহারের তুমুল জনপ্রিয় এই রাজনীতিবিদের সব হিসাব গরমিল করে দিয়েছে ভারতের ওপর দিয়ে সদ্য বয়ে যাওয়া মোদি ঝড়। এই জ্বরে বিহারবাসী এতটাই আক্রান্ত ছিল যে, বিহারে ৪০টি আসনের মধ্য নীতিশের জোটে মাত্র দুটি।
এই হারের পর তার প্রতিপক্ষ রাম বিলাস পাওয়ান ঘোষণা দেন যে, এবার আর টিকবে নীতিশ সরকার। এই ঘোষণার একদিন পর নিজেই সরে দাঁড়ালেন নীতিশ। নীতিশ অবশ্য আগেই জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন।
নীতিশের পদত্যাগ সম্পর্কে জনতা দলের নেতা আলী আনোয়ার বলেন, তিনি জাতীয় নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করেছেন। আমরা এবার রাজ্য নির্বাচনের দিকে চোখ রাখছি।