

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।
শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে ১২ জন এবং সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৬ জনকে আটক করে পুলিশ।
আটক প্রত্যেকের বিরুদ্ধে সংলিষ্ট থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
কেএফ