

পুঁজিবাজারে টেলিকম খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ভারতে ব্যান্ডউইথ রপ্তানির জন্য সে দেশের রাষ্ট্রীয় কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। এ স্মারক হচ্ছে দুই কোম্পানির মাধ্যমে ব্যান্ডউইথ আমদানি-রপ্তানির প্রাথমিক সম্মতির প্রতিফলন। প্রথম পর্যায়ে ১০ গিগাবাইট ব্যান্ডউইথ দিয়ে এ প্রক্রিয়া শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি জানিয়েছে ব্যান্ডউইথের দামসহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর কোম্পানি দুটি আনুষ্ঠানিক চুক্তি করবে। বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের ত্রিপুরা দিয়ে ব্যান্ডউইথের ক্যাবল সংযুক্ত হবে।
ব্যান্ডউইথ রপ্তানি নিয়ে ভারত ও বাংলাদেশের সমঝোতার বিষয় গত সোমবার প্রথম সংবাদটি দেয় অর্থসূচক। এর আগের দিন অর্থসূচকে প্রকাশিত হয় ভারতীয় প্রতিনিধি দলের ঢাকা সফরের খবর।
ব্যান্ডউইথ রপ্তানি বিষয়ে অর্থসূচকের সাম্প্রতিক দুটি রিপোর্ট
ব্যান্ডউইথ রপ্তানি: বাংলাদেশ ও ভারতের সমঝোতা সই
ব্যান্ডউইথ আমদানি :ভারতেরপ্রতিনিধিরাঢাকায়, কালবৈঠক