

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড এই ফান্ডের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার অনুষ্ঠিত ট্রাস্টির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই লভ্যাংশ ৩১ মার্চ ২০১৪ সমাপ্ত বছরের জন্য ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামি ২ জুন। সমাপ্ত বছর শেষে এই ফান্ডের নীট মুনাফা হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ টাকা। ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৪ পয়সা।
২০১২ সালে ফান্ডটি শেয়ারহোল্ডারদেরকে কোন লভ্যাংশ দেয়নি। ওই বছর ইউনিট প্রতি লোকসান হয়েছিল ৯২ পয়সা।
এই ফান্ডটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ‘এ’ ক্যাটাগরির ফান্ড হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন করছে।