
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ঢাকাগামী ২টি লঞ্চ থেকে প্রায় ৮০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস অধিদপ্তর।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এম.ভি. ফারহান -১ এবং এম.ভি সাদিম থেকে এসব জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড অফিসার ম এ হেলালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায কাউকে আটক করা সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস কর্মকর্তা মো. রাশেদ উজ্জামান বলেন, উদ্ধারকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসায় বন্টন করা হয়েছে।
কেএফ