

1. ছাদে বৃষ্টি পড়ে।– এ বাক্যে ছাদে- কোন কারকে কোন বিভক্তি?
ক) অপাদানে ৭মী খ) অধিকরণে ৭মী গ) অধিকরণে শূন্য ঘ)অপাদানে শূন্য
ক) প্রথম নাথ বিশী খ) প্রমথ চৌধুরী গ) প্রেমেন্দ্র মিত্র ঘ) প্রথম নাথ বসু
ক) আরবি খ) ফরাসি গ) ফারসি ঘ) হিন্দি
4. বিদ্যুৎ-এর সমার্থক শব্দ
ক) মরুৎ খ) শম্পা গ) ময়ূখ ঘ) ছটা
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) সত্যেন্দ্রনাথ দত্ত গ) কাজী নজরুল ইসলাম ঘ) জসীমউদদীন
ক) ১ (এক) বলতে যে সময় প্রয়োজন খ) ১ বলার দ্বিগুন সময় গ) ১ সেকেন্ড ঘ) থামার প্রয়োজন নেই
ক) অংশুমালা খ) ভাস্বর গ) জলুসদার ঘ) রোশনাই
ক) মন্ত্রী খ) আমলা গ) শিক্ষক ঘ) কেরানি
9. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
ক) দ্বিজেন্দ্রলাল রায় খ) অতুলপ্রসাদ সেন গ) রজনীকান্ত সেন ঘ) মাইকেল মধুসূদন দত্ত
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) মদনমোহন তর্কালঙ্কার ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ক) চৌথাই খ) সিকি গ) পোয়া ঘ) পৌনে
12. বাংলায় কোরান শরিফের প্রথম অনুবাদক কে ?
ক) কেশব চন্দ্র সেন খ) গিরিশ চন্দ্র সেন গ) মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ঘ) মাওলানা আকরাম খাঁ
13. .\’যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম\’ – এটি কোন জাতীয় বাক্য ?
ক) সরল বাক্য খ) যৌগিক বাক্য গ) মৌলিক বাক্য ঘ) মিশ্র বাক্য
ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি খ) মজাম্মেল হক গ) এয়াকুব আলী চৌধুরী ঘ) মুনিরুজ্জামান ইসলামাবাদি
ক) মীর মশাররফ হোসেন খ) জসীমউদ্দীন গ) কাজী নজরুল ইসলাম ঘ) কায়কোবাদ
ক) প্রমথ চৌধুরী খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) শরৎচন্দ্র চট্টপাধ্যায় ঘ) মুহম্মদ শহীদুল্লাহ
ক) রামরাম বসু খ) রামনারায়ন তর্করত্ন গ) রাজা রামমোহন রায় ঘ) ঈশরচন্দ্র বিদ্যাসাগর
ক) অমিত্রাক্ষর খ) পয়ার গ) মাত্রাবৃত্ত ঘ) সনেট
ক) নৃপতি খ) ভূপতি গ) নগেন্দ্র ঘ) নরেন্দ্র
ক) বিপরীত খ) নিকৃষ্ট গ) বিকৃত ঘ) অভাব