

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের আবেদন শুরু হবে আগামি ১৮মে থেকে।আর আবেদন শেষ হবে ২২ মে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এসুযোগ থাকবে ৩১ মে পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১০তম সভায়কোম্পানিটির আইপিও’র অনুমোদন দেওয়া হয়। ওই সভায় কোম্পানিটি ১০ টাকা অভিহিতমূল্যের তিন কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমতি দেয় বিএসইসি। এর মাধ্যমেকোম্পানিটি বাজার থেকে ৩৫ কোটি টাকা উত্তোলন করবে। ৫০০ শেয়ার দিয়ে লট করাহয়েছে।
বিএসইসির তথ্য অনুযায়ী, উত্তোলিত টাকা চলতি মূলধন , মেশিনারিজ ক্রয় এবং টার্ম ঋণ পরিশোধ ও আইপিওর কাজে ব্যয় করবে কোম্পানি।
৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের আর্থিকপ্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে এক টাকা ১৫পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ বা এনএভি ১৩ টাকা ৭৩ পয়সা।
এই কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বেরয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সহ ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
অর্থসূচক/এসএ/এমআরবি/