
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক-মালিক ঐক্য সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
৬ দফা দাবিতে আজ সোমবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মিয়া জানান, গত জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত মেড্ডা বাসস্ট্যান্ডে দুর্বৃত্তরা ৮টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়া থ্রিহুইলার গাড়িসহ অন্যান্য নিষিদ্ধ যানবাহন মহাসড়কে চলাচল অব্যাহত থাকা, আশুগঞ্জ-কুটি চৌমুহনী পর্যন্ত মহাসড়কের বেহাল দশাসহ ৬ দফা দাবিতে এই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা-সিলেট এবং কুমিল্লা, সিলেট মহাসড়কসহ ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলাচলকারী ২২টি রুটে পরিবহন ধর্মঘটের কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে।
কেএফ