

বলিউডে অনেক দিন ধরেই রাজত্ব করে আসছেন কাপুর পরিবার। অভিনয় যেন এ পরিবারের রক্তে মিশে আছে। সেই পৃথ্বীরাজ থেকে শুরু করে হাল আমলের রনবীর। এরই ধারাবাহিকতায় এবারে নাম লেখাতে যাচ্ছেন কাপুর গোত্রের আরেক তুর্কি আরমান জেইন। পদবীটা কাপুর না হলেও সাবেক বলিউড সম্রাট রাজ কাপুরের দৌহিত্র তিনি। খবর ইন্ডিয়া টাইমসের।
আগামি ৪ জুলাই ‘লেকার হাম দিওয়ানা দিল’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটতে যাচ্ছে আরমানের। কাপুরদের যে স্বভাব, তাতে বোঝাই যাচ্ছে বলিউড নতুন কোন অঘটন ঘটিয়েই ছাড়বে তিনি।
জানা গেছে, সম্পূর্ণ রোমান্টিক ঘরানার এ ছবিতে আরমানের বিপরীতে আছেন দীক্ষা শেঠ। আর পরিচালক? তিনিও বলিউডের বর্তমান সময়ের সেরা চলচ্চিত্রকার ইমতিয়াজ আলীর ছোট ভাই আরিফ আলী।
এর আগে কাপুর-আলী মিলে বেশ কয়েকবার ঝড় তুলেছেন বলিউডে। তাই এবার আগে থেকেই সতর্কতা সংকেত দেখিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন সিনেমা বিশেষজ্ঞরা। এরপরেও যদি বিপদ বুঝতে না পারেন, তাহলে জেনে রাখুন, এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।