

এবার লোকসানে গেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির লোকসান হয়েছে ১৫ কোটি ৯৮ লাখ টাকা। আর শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা। ব্যাংকের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।
আগের বছর একই সময়ে ব্যাংকটি মুনাফায় ছিল। আগের বছরের প্রথম প্রান্তিকে মুনাফা ছিল ৯ কোটি ৮৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১৫ পয়সা।
ব্যাংকটি ২০১৩ সালে যে ১০ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করেছে তা হিসেবে আনা হলে ২০১৪ সালে শেয়ার প্রতি লোকসান হত ২২ পয়সা। আর ২০১৩ সালে শেয়ার প্রতি আয় হত ১৩ পয়সা।
অর্থসূচক/এমআরবি/