
সুনামগঞ্জে বিএনপির ডাকে আধাবেলা হরতাল চলছে। নিখোঁজ প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়িচালক সোহেলের সন্ধান দাবিতে হরতাল পালন করছে দলটি।
রোববার সকাল থেকে দলের নেতাকর্মীদের শহরের ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ি পয়েন্ট, উকিলপাড়া পয়েন্ট, ওয়েজখালিসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পিকেটিং করতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের ষোলঘরস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতাল পালনের ঘোষণা দেন।
এদিকে, হরতালকে কেন্দ্র করে জেলায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেএফ