

খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের খাত পরিবর্তন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ১২ মে থেকে এই কোম্পানির লেনদেন হবে বিদ্যুৎ এ জ্বালানি খাতের কোম্পানি হিসেবে। এছাড়াও এই কোম্পানিটি‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের বৈঠকে সিভিও সম্পর্কে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিভিও কোম্পানিটি ব্যবসায়ের ধরন পরিবর্তন করেছে। এই কোম্পানি ভেজিটেবল তেল উৎপাদনের পরিবর্তে পেট্রোকেমিক্যাল রিফাইনারি প্লান্টয়ের কাজ শুরু করেছে। ইতোমধ্যে কোম্পানিটি রিফাইনারি প্লাটের ব্যবসায়িক উৎপাদন শুরু করেছে।
উল্লেখ্য, এই কোম্পানি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তখন থেকে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি হিসেবে শেয়ার লেনদেন করে আসছে।
অর্থসূচক/এমআরবি/