
ক. সত্যেন্দ্রনাথ দত্তের খ. প্রমথ চৌধুরীর গ. রবীন্দ্রনাথ ঠাকুরের ঘ. টেকচাদঁ ঠাকুরের
০২. ‘দহনকাল’ উপন্যাসটির জন্য কথা সাহিত্যে ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১৩’ পদকে ভূষিত হন ?
ক. হরিশংকর জলদাস খ. হুমায়ূন আহমেদ গ. আনিসুল হক ঘ. কোমার সাহা
০৩. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’ -এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ ?
ক. বিশেষণ খ. বিশেষ্য গ. সর্বনাম ঘ. বিশেষণের বিশেষনণ
০৪. সাম্য গ্রন্থটির রচিয়তা কে ?
ক. কাজী নজরুল ইসলাম খ. মোহাম্মদ বরকত উল্লাহ গ. মোহাম্মদ লুৎফর রহমান ঘ. বঙ্কিমচন্দ্র টট্টোপাধ্যায়
০৫. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি ?
ক. সমকাল খ. সওগাত গ. উত্তরণ ঘ. শিখা
০৬. ‘ঠাকুরমার ঝুলি’ কি জাতীয় সংকলন ?
ক. রূপকথা খ. ছোট গল্প গ. উপন্যাস ঘ. রম্যরচনা
০৭. ‘কচ্ছপের কামড়’ বাগধারাটির অর্থ কি ?
ক. কঠিন কামড় খ. নাছোড়বান্দা গ. অলসতা ঘ. সফলতা
০৮. বাংলা একাডেমীর ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা কে করেন ?
ক. মুহাম্মদ এনামুল হক খ. মুহাম্মদ মনসুর উদ্দিন গ. মুহাম্মদ আবদুল হাই ঘ. মুহাম্মদ শহীদুল্লাহ
০৯. সনেটের কটি অংশ ?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১০. ‘কাঁচি’ কোন ধরনের শব্দ ?
ক. আরবি খ. ফারসি গ. তুর্কি ঘ. হিন্দি
১১. ‘চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয় ?
ক. ১৮০০ খ. ১৮৫৭ গ. ১৯০৭ ঘ. ১৯০৯
১২. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোনটিতে ?
ক. ডানার রৌদ্রের গন্ধে মুছে ফেলে চিল খ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস গ. কাজের পরিচয় ফলে বুঝা যায়
ঘ. ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে রই
ঘ. ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে রই
১৩. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে
ক. বাস্তববাদ খ. রোমান্টিসিজম গ. আধুনিকতাবাদ ঘ. উত্তরাধুনিকতাবাদ
১৪. ‘ঢাকার মুসলিম সাহিত্য সমাজ’ -এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে ?
ক. ১৯১১ খ. ১৮৬৪ গ. ১৯০৫ ঘ. ১৯২৬
১৫. ‘কাশবনের কণ্যা’ গ্রন্থটির লেখক কে ?
ক. আবুল কালাম শামসুদ্দিন খ. শামসুদ্দিন আবুল কালাম গ. আবুল ফজল ঘ. জসিম উদ্দিন
১৬. ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচিয়তা কে ?
ক. কাজী মোতাহের হোসন খ. কাজী আনুয়ারুল করিম গ. আবুল হুসেন ঘ. কাজী আবদুল ওদুদ
১৭. ‘বেটাইম’ শব্দটি গটিত হয়েছে —
ক. ফরাসি ও ইংরেজী শব্দে খ. ফারসি ও ইংরেজী শব্দে গ. ফারসি ও ফরাসি শব্দে ঘ. ফারসি ও হিন্দি শব্দে
১৮. ‘হাত-ভারি’ বাগধারার অর্থ কি ?
ক. কৃপন খ. দাতা গ. কম খরচে ঘ. দরিদ্র
১৯. চাদঁ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র ?
ক. মনসামঙ্গল খ. চণ্ডীমঙ্গল গ. অন্নদামঙ্গল ঘ. ধর্মমঙ্গল
২০. ‘ইউসুফ-জুলেখা’ প্রণয় কাব্য অনুবাদ করেছেন —
ক. দৌলত উজির বাহরাম খাঁন খ. মাগন ঠাকুর গ. শাহ্ মুহাম্মদ সগীর ঘ. আলাওল
২১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ ?
ক. মার্চেন্ট অব ভেনিস খ. অ্যা মিডসামর নাইটস ড্রিম গ. টেমিং অব দ্য শ্রু ঘ. কমেডি অব এররস
২২. কোন কবিতা রচনার কারনে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল ?
ক. বিদ্রোহী খ. কাণ্ডারী হুশিয়ারী গ. আনন্দময়ীর আগমনে ঘ. অগ্রপথিক
২৩. কাজী নজরুলের ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি ?
ক. মুক্তি খ. বাউণ্ডুলের আত্মকাহিনী গ. হেবা ঘ. বিদ্রোহী
২৪. সওগাত পত্রিকার সম্পাদক কে ?
ক. মোহাম্মদ নাসির উদ্দিন খ. আবুল কালাম সামসুদ্দীন গ. কাজী আব্দুল ওদুদ ঘ. সিকান্দার আবু জাফর
২৫. অপলাপ শব্দের অর্থ কি ?
ক. মিথ্যা খ. অস্বীকার গ. প্রলাপ ঘ. অসাদলাপ