
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীদের মেডিকেল সার্ভিসেস সুবিধা প্রদানের জন্যে কর্পোরেট হেলথ কেয়ার চুক্তি স্বাক্ষর করল সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। বুধবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর বিপনণ, উন্নয়ন ও জনসংযোগ বিভাগের প্রধান আজম খান ও সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো.এ. খায়ের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের বিপনণ ও উন্নয়ন বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, আ. ফ. ম. নজরুল ইসলাম, রেজোয়ান খান, রাশেদুল আলম শাকিল এবংসাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মার্কেটিং অফিসার মো.নুর হোসেন তাহের আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সাকি/