
প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছাড়বে রতনপুর স্টিল রি-রোলিং মিল লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিওতে কোম্পানিটি আড়াই কোটি শেয়ার ছাড়বে। প্রতি শেয়ারে প্রিমিয়াম নেবে ৩০ টাকা। আর ১০ টাকা অভিহিত মূল্যসহ শেয়ারের অফার প্রাইস হবে ৪০ টাকা। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।
উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি চলতি মূলধন অর্থায়ন, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচে ব্যয় করবে।
৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের হিসাব অনুসারে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি হয়েছে ৫৩ টাকা ৬৯ পয়সা।
এই কোম্পানির ইস্যুয়ার হিসেবে কাজ করছে জনতা ক্যাপিটাল অ্যন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।