
পুঁজিবাজারে আইপিও অনুমোদন পাওয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি লিমিটেডকে নিয়ে নানা অভিযোগ উঠেছে। তাই প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন স্থগিতের দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা।
আজ সোমবার বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ কোম্পানিটির আইপিও স্থগিতের দাবিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) স্বারকলিপি জমা দিয়েছে।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক অর্থসূচকে বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সম্প্রতি বেশ কয়েকটি কোম্পানিকে উচ্চহারে প্রিমিয়ামসহ আইপিও অনুমোদন দিয়েছে। আর কোম্পানি গুলো তদবিরের মাধ্যমে আইপিও বাণিজ্যে মেতে উঠেছে বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি কিছু কোম্পানি বাজারে এসে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারে নি।
তিনি আরো বলেন, খুলনা প্রিন্টিং একটি অলাভজনক প্রতিষ্ঠান বলে অভিযোগ উঠেছে। আর বিএসইসিতে কোম্পানিটির ভুল প্রসপেক্টাস উপস্থাপন করেছে। তাই খুব শিগগিরই বিনিয়োগকারীদের পক্ষ থেকে কোম্পানিটির আইপিও স্থগিতের জোর দাবি জানানো হয়েছে। আর আইপিও স্থগিত না হলে সাধারণ বিনিয়োগকারীদের সাথে নিয়ে জোর আন্দোলন এবং আইনের আশ্রয় নেওয়ার দাবি জানানো হবে।
উল্লেখ্য, গতকাল রোববার থেকে কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে ৮ মে পর্যন্ত। এ সময়সূচি নিবাসি বাংলাদেশী বিনিয়োগকারীদের জন্য। আর অনিবাসি বাংলাদেশী বিনিয়োগকারীরা ১৭ মে পর্যন্ত আবেদন পৌঁছানোর সময় পাবেন।
এর আগে ৪ মার্চ খুলনা প্রিন্টিংয়ের আইপিও অনুমোদন করে বিএসইসি। প্রতিষ্ঠানটি আইপিও’র মাধ্যমে বাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে।
খুলনা প্রিন্টিংয়ের শেয়ারে কোনো প্রিমিয়াম নেই। ফেস ভ্যালু ১০ টাকা দরেই এ শেয়ার ইস্যু করা হবে। কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, এর শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৪ টাকা ২৬ পয়সা।
লকপুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড করোগেটেড কার্টন উৎপাদন ও প্রিন্টিং করে থাকে। এছাড়া হিমায়িত খাদ্য সংশ্লিষ্ট পলিথিন ব্যাগসহ নানা উপকরণ উৎপাদন করে এ কোম্পানি।
অর্থসূচক/এসএ/এমআরবি/