
শিক্ষা ও প্রতিবন্ধিতা সমঅধিকার, সমসুযোগ বিষয়ে ঠাকুরগাঁওয়ে সংবাদ বিজ্ঞপ্তি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষে গণস্বাক্ষরতা অভিযান ও ইএসডিও এর উদ্যোগে এ সংবাদ বিজ্ঞপ্তি অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রেস ব্রিফিং-এ প্রতিবন্ধিদের শিক্ষা স্বাস্থ্য ও অধিকারসহ সমসুযোগ বিষয়ে মূল প্রতিবেদন উপস্থাপন করেন, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। প্রতিবন্ধিদের ঠাকুরগাঁও প্রেক্ষাপট নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন অন্বেষণা প্রতিবন্ধি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মুনিরা আহাম্মেদ প্রমুখ।
পরে প্রতিবন্ধিদের অধিকার, সমসুযোগে বেশ কিছু সুপারিশ মালা উপস্থাপন করা হয়। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসএইচ/সাকি