
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে এসিআই লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানি বার্জার পেইন্টস। এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড। ৯ দশমিক ৩১ শতাংশ শেয়ার দর বেড়েছে এই কোম্পানির। আর রেকিট বেনকিজারের (বাংলাদেশ) ৬ দশমিক ৪৪ শতাংশ, ওরিয়ন ইনফিউমন লিমিটেডের ৬ দশমিক ৩৫ শতাংশ, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ৬ দশমিক ৫ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৫ দশমিক ৮৩ শতাংশ, এক্সিম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৪৮ শতাংশ, রেনেটা লিমিটেডের ৫ দশমিক ৪৮ শতাংশ এবং সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ২৬ শতাংশ।
অর্থসূচক/এমআরবি/