
স্ন্যাপচ্যাট ব্যবহারকীদের জন্য সুখবর। ফটো শেয়ারের পাশাপাশি এবার ভিডিও চ্যাটিংয়ের সুবিধা পাওয়া যাবে এই অ্যাপলিকেশনে। সম্প্রতি স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে এই ব্লগ পোস্টে এই তথ্য জানানো হয়েছে। খবর নিউজ ডট কমের।
স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের আরও একধাপ এগিয়ে নিতে টেক্সট মেসেজিং এবং ভিডিও চ্যাট সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত ব্লগ পোস্টে বলা হয়, আজ পর্যন্ত স্ন্যাপচ্যাটে কিসের যেন কমতি ছিল বলে মনে হচ্ছিল আমাদের। কিন্তু এখন থেকে সেটি আর অনুভূত হবে না।
ব্লগ পোস্ট আরও বলা হয়, এখন থেকে স্ন্যাপচ্যাটের ইনবক্স থেকে বন্ধুকে খুজে বের খুব সহজেই চ্যাট শুরু করা যাবে।
স্ন্যাপচ্যাট আরও জানিয়েছে, যে কেউ চাইলে এখন সরাসরি বন্ধুর সাথে ভিডিও চ্যাট করতে পারবে। এর চেয়ে আনন্দের নিশ্চয় কিছু হয় না।
এছাড়াও স্ন্যাপচ্যাট এখন থেকে নতুন অবয়ব গ্রহণ করেছে বলা জানানো হয়েছে এই ব্লগপোস্টে।
উল্লেখ্য, ফটো শেয়ারিং অ্যাপস স্ন্যাপচ্যাট পৃথিবীজুড়ে তরুণ-তরুণীদের মাঝে তুমুল জনপ্রিয়। ২০১১ সালে যুক্তরাষ্ট্রে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই ছাত্র এই অ্যাপসটি উদ্ভাবন করেন।