
গাজীপুর থেকে অপহরণের ৩ দিন পর গার্মেন্টস কর্মী মোবারক হোসেনকে (৩০) উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ অপহরণকারীকে আটক করা হয়েছে।
বুধবার রাতে টাঙ্গাইলের বেবিস্ট্যান্ড থেকে ডিবি পুলিশ মোবারক হোসেনকে উদ্ধার করে। সে গাজীপুরের কোনাবাড়ির এসকে টেক্সটাইলের গার্মেন্টস কর্মী।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয়নাল আবেদীন (২৬), লতিফ মিঞা (৪৪), আব্দুর রহিম (২৭), দিলিপ সূত্রধর (২৪) ও ফজলুল হক (২৪)।
টাঙ্গাইল ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার চক্রবর্তী জানান, মোবারক হোসেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নরিল্লা সমতেপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে। গত ২৮ এপ্রিল বিকেলে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে তাকে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা দাবি করে। মোবারক হোসেনের স্ত্রী লাভলী আক্তার সরাসরি টাকা দিতে চাইলে অপহরণকারীরা তাকে নিয়ে টাঙ্গাইলে আসে।
এদিকে, লাভলী আক্তার বিষয়টি ডিবি পুলিশকে জানালে টাঙ্গাইলের বেবিস্ট্যান্ড এলাকা থেকে টাকা নেওয়ার সময় হাতে নাতে পুলিশ পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করে এবং অপহৃতকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
কেএফ/