
হিলি স্থলবন্দরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় হিলি স্থলবন্দরে বিভিন্ন শ্রমিক সংঠনের প্রায় ৩ হাজার শ্রমিক এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে এসে শেষ হয়।
পরে পোর্টসংলগ্ন মাঠে বাংলাহিলি যৌথ ট্রাক সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা বন্দরে কর্মরত শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন সংগঠনের ব্যানারে কালোব্যাজ ধারণ, দোয়া-খায়ের, তাবারক বিতরণ, মৃত শ্রমিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।