
প্রকৌশল খাতের মুন্নু জুট স্টাফলার্স কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশের পুরোটাই নগদ। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪ টাকা ১৫ পয়সা।
কোম্পানির এই সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা বা ইজিএম অনুষ্ঠিত হবে আগমি ২৬ জুন। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।
২০১২ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটি ১৯৮২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে শেয়ার লেনদেন করে।
অর্থসূচক/এমআরবি/জিইউ/