বস্ত্র খাতের মডার্ন ডায়িংয়ের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি১৪-মার্চ১৪) শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪৪ পয়সা। এই সময়ে কোম্পানিটি মুনাফা করেছে ৬ লাখ টাকা। কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।
মর্ডান ডায়িং আগের বছর একই সময়ে মুনাফা করেছিল ৮ লাখ টাকা এবং ইপিএস ৫৯ পয়সা।
গত নয় মাসে (জুলাই১৩-মার্চ১৪) কোম্পানির মুনাফা হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২১ পয়সা। তবে আগের বছর নয় মাসে এই মুনাফা ছিল ১৮ লাখ ২০ হাজার টাকা এবং ইপিএস ১ টাকা ৩৩ পয়সা।
অর্থসূচক/এমআরবি/