
বগুড়ায় এরশাদুল বারী নামে জামায়াত-শিবির সমর্থিত শ্রমিক সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২১টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এরমধ্যে দুটি হত্যা মামলা রয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার নয়মাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরশাদুল বারী জামায়াত-সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
বগুড়া পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পরে গত বছরের ৩ মার্চ থেকে বগুড়ায় বিভিন্ন সময়ে জামায়াত কর্মীরা হত্যা, সহিংসতা, অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এসব ঘটনায় জড়িত থাকার দায়ে এরশাদুলের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁর নেতৃত্বেই ওই সময়ে বগুড়ায় বেশির ভাগ সহিংসতার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
কেএফ