
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল ও মাইক্রোবাসসহ ৪ জনকে আটক করেছে।
রোববার ভোরে বিজিবির ৪০ সদস্য বিরামপুরের বেগমপুর মোড় ও ফুলবাড়িতে অভিযান চালিয়ে এগুলো আটক করে।
৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬৫ বোতল ফেনসিডিল, ৬টি আইপিএস ও একটি মাইক্রোবাসসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ২২ লাখ ৯৬ হাজার টাকা।
কেএফ