
শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দেশ সার্বিভাবে এগিয়ে যাচ্ছে, দিন বদলাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতার প্রয়োজন বলে মন্তব্য করলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
শুক্রবার শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত ‘মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা শিক্ষাদপ্তরের আয়োজনে স্থানীয় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থাণীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী প্রমুখ। সমাবেশে ২৩ জন মা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে বক্তব্য দেন।