
মরেও অমর হয়ে আছেন ব্রিটিশ রাজবধূ ডায়ানা। যে রূপ এবং গুণের খ্যাতির বিড়ম্বনায় তিনি অকালে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন, সেই খ্যাতিই ডায়ানাকে অমরত্বের মুকুট পরিয়ে দিয়েছে। এবার সেই অমর প্রিন্সেসের একটি চিঠি বিক্রি হতে চলেছে নিলামে। ধারণা করা হচ্ছে, ডায়নার নাম জড়িয়ে থাকার কারণে তিন হাজার পাউন্ড ছাড়িয়ে যেতে পারে এই কাগজের টুকরোটির দাম। খবর ডেইলি এক্সপ্রেসের।
১৯৯৭ সালের ১১ আগস্ট মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে কিংসটন প্যালেসের প্যাডে ডায়ানা এই চিঠিটি লিখেছিলেন। বসনিয়ায় স্থলমাইনের বিরুদ্ধে ক্যাম্পেইন চালানোর সময় এক সহকর্মীকে উদ্দেশ্যে করে ডায়ানা মনের কথাগুলো এই কাগজটিতে বন্দী করেন।
চিঠিতে ডায়ানা স্থলমাইনের পুঁতে রাখার মতো নৃশংসতা বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। পাশাপাশি এই চিঠিতে তিনি বিশ্বব্যাপী স্থলমাইনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির ব্যাপারে ক্যাম্পেইন চালানোর আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, এই চিঠিটি লেখার দুই সপ্তাহ পর প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা। এই দুর্ঘটনার পেছনে ব্রিটিশ রাজপরিবারের হাত ছিল বলে অভিযোগ করা হলেও আদালত এই অভিযোগ নাকচ করে দিয়েছে।