
রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ণি ডাক্তার কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ফরিদপুরের সাংবাদিকরা।
মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন করে এ ঘটনার তীব্র নিন্দা জানায়। এ সময় মানববন্ধন থেকে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, যুগান্তরের ব্যুরো প্রধান জাহিদ রিপন, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্নাবালাসহ প্রমুখ।
কেএফ