
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই বৈঠক থেকে এই কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, ২০১৩ সালের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এই কোম্পানি শেয়ার প্রতি লোকসান করেছে ৭৩ পয়সা।
কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘এন’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে শেয়ার লেনদেন করে।
অর্থসূচক/এমআরবি/