
এই দুর্মূল্যের বাজারে প্রেম-ভালোবাসার মতো অবস্তুগত বিষয়ই মূল্যহীন। কিন্তু বস্তুগত দ্রব্যের দাম এবং কদর দুটোই বেশ চড়া। তাই সুযোগ বুঝে প্রেমিক-প্রেমিকার দামী আসবাব নিয়ে লাপাত্তার ঘটনা অহরহ ঘটে চলেছে। সম্প্রতি এই ধরনের এক চালাক প্রেমিকের সন্ধান পাওয়া গেছে মার্কিন মুল্লুকে। এই মার্কিন প্রেমিক প্রথম দেখা করতে গিয়ে মনের বদলে প্রেমিকার কুকুর এবং টিভি নিয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। খবর বার্সটল স্পোর্টসের।
ভুক্তভোগীর প্রেমিকার নাম চিক। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বসবাসরত চিক ইন্টারনেটের মাধ্যমে মাস কয়েক আগে প্রণয়ে জড়িয়ে পড়েন ডুড না্মের এক জনের সাথে। কিন্তু প্রথম দেখাতেই ডুড তার বাসা থেকে চার হাজার মার্কিন ডলার মূল্যের কুকুর এবং তিন হাজার মার্কিন ডলারের টিভি নিয়ে পালিয়ে গেছে।
চিক জানান, প্রথম দেখায় তিনি ডুডকে তার বাসায় নিয়ে আসেন। কিছুক্ষণের জন্য তাকে ছেড়ে অন্য রূমে গিয়ে আবারও ফিরে এসে দেখেন ডুড নেই। সাথে নিয়ে গেছে টিভি আর কুকুর।
তিনি জানান, অনেক স্বপ্ন নিয়ে তিনি তার সাথে দেখা করতে গিয়েছিলেন। এমনকি এই চোরের সাথে জীবনের জুটি বাধার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন তিনি।
মার্কিন পুলিশ জানিয়েছেন, চিকের অভিযোগের ভিত্তিতে ডুডকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।