
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিস মারগারেট আর. ও’কন্নর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক ব্যুরোর দক্ষিণ এবং মধ্য এশিয়ার ফুলব্রাইট প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা।
মঙ্গলবার দুপুরে তিনি ভিসির অফিসে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার বিলাল ফারুকী এবং কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট মিস শাহীন খান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রতিষ্ঠিত বিভিন্ন বিভাগে বিশেষ করে টেলিভিশন এবং চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ক্রিমিনোলজি বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অধিক সংখ্যক ফুলব্রাইট স্কলারস এবং ভিজিটিং প্রফেসর পাঠানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের সংক্ষিপ্তভাবে অবহিত করেন।
এএইচ/কেএফ