
অগ্রণী ব্যাংক লিমিটেডের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি কর্পোরেট ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ভিসির নিজ কার্যালয়ে এই ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই ঋণ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা থেকে দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য ঋণ গ্রহণ করতে পারবেন।
ঋণ চুক্তির সমঝোতাপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান ইকবাল কবির আকন্দ স্বাক্ষর করেন।
পরে ব্যাংকের রাজশাহীস্থ মহাব্যবস্থাপকের সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক রফিক আহমেদ ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সাথে স্বাক্ষরিত চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় অন্যদের মধ্যে প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, হিসাব পরিচালক আশরাফ-উল-হুদা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই/এআর