
পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো স্কয়ার টেক্সটাইল ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আগামি ২৭ এপ্রিল, রোববার এই সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
স্কয়ার টেক্সটাইল ২০১৩ সালে নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে শেয়ার প্রতি আয় করেছে ৪ টাকা ৮০ পয়সা।
২০১২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৮ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। । একই বছরে শেয়ার প্রতি আয় করেছিল ৪ টাকা ৫৮ পয়সা।
কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০২ সালে। বর্তমানে এই কোম্পানি এ ক্যাটাগরিতে রয়েছে।
এদিকে ফেডারেল ইন্স্যুরেন্স ২০১৩ সালে নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৩৪ পয়সা।
২০১২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। একই বছরে শেয়ার প্রতি আয় করেছিল ৮৬ পয়সা।
কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। বর্তমানে এই কোম্পানি এ ক্যাটাগরিতে রয়েছে।
অর্থসূচক/এসএ/এমআরবি/