
১ কোটি ৯৩ লাখ টাকার বিল বকেয়া থাকায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেএসকো)। পরে ১০ লাখ টাকা পরিশোধ করায় দেড় ঘণ্টার মাথায় আবারও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
সোমবার দুপুর ২টার দিকে ফের স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
জানা গেছে, ডেএসকোর ব্যবস্থাপনা পরিচালক আরজাদ হোসেন জানান, ১ কোটি ৯৩ লাখ টাকার বিল বকেয়া থাকায় স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অবশেষে ১০ লাখ টাকা পরিশোধ করায় নতুন করে সংযোগ দেওয়া হয়।